ওয়ান ব্যাংকের ৩৪ কোটি টাকা গচ্চা দিয়ে চট্টগ্রামের শীতলপুর স্টিলের রফাদফা! !
চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান শীতলপুর স্টিল মিলসের ২৩৯ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় ২০৫ কোটি টাকা পরিশোধের শর্তে আপস-মীমাংসা (রফাদফা) করেছে ওয়ান ব্যাংক। এতে ব্যাংকটির ৩৪ কোটি টাকা গচ্ছা গেছে।
তবে ওয়ান ব্যাংক চট্টগ্রাম আগ্রাবাদ জোনের সহকারী ব্যবস্থাপক জুয়েল দাশের দাবি, ৩৪ কোটি টাকা গচ্চা গেলেও ওয়ান ব্যাংকের তেমন কোনো ক্ষতি হয়নি।
চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, আপস মীমাংসায় শিল্প প্রতিষ্ঠান শীতলপুর স্টিল মিলস এরই মধ্যে ৭ কোটি ২০ লাখ টাকা ওয়ান ব্যাংককে পরিশোধ করেছে।
ওয়ান ব্যাংক সূত্র জানায়, ২০২৩ সালের ১১ এপ্রিল ওয়ান ব্যাংক চট্টগ্রাম আগ্রাবাদ জোনের সহকারী ব্যবস্থাপক জুয়েল দাশ বাদী হয়ে চট্টগ্রাম অর্থঋণ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় শীতলপুর স্টিল মিলসের মালিক ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন, চেয়ারম্যান জসিম উদ্দিন, ডিরেক্টর জানে আলম, মো. হোসাইন, মাহবুব আলমকে আসামি করা হয়। এতে সুদ-আসলসহ ওই বছরের মার্চ পর্যন্ত ২৩৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। পরে আদালত ২০২৩ সালের ১৫ মে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়।
জানা গেছে, ১৭ জানুয়ারি চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালতে ওয়ান ব্যাংক কর্তৃপক্ষ শীতলপুর স্টিল মিলসের মালিকদের মধ্যে ২০৫ কোটি টাকা পরিশোধের শর্তে আপস-মীমাংসা হয়। একই সঙ্গে ৭ কোটি ২০ লাখ টাকা পরিশোধ করা হয়। পরে আদালত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
ওয়ান ব্যাংক চট্টগ্রাম আগ্রাবাদ জোনের সহকারী ব্যবস্থাপক জুয়েল দাশ আপস মীমাংসা করার সত্যতা স্বীকার করে বলেন, সুদ সমেত খেলাপি ঋণ ২৩৯ কোটি টাকা। এর মধ্যে ২০৫ কোটি টাকায় আপস মীমাংসা করা হয়েছে।
ফখ|চখ