chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে যত্রতত্র পার্কিং, নিষেধ মানছেই না মোটরসাইকেল চালক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীতে সড়কে যত্রতত্র পার্কিং চলছেই। প্রতিদিন বন্দরনগরী চট্টগ্রামে মানুষের সংখ্যা সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনও। ফলে রাস্তায় জটলা নিত্যদিনের সঙ্গী। যানজটের হাত থেকে রক্ষা পেতেই কিছু সড়ক ও এলাকায় পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।

বেপরোয়া মোটরসাইকেল পার্কিং।

এসব এলাকায় পার্কিং বন্ধে বড় বড় সাইনবোর্ড সাঁটানো হয়েছে। ‘পার্কিং নিষেধ’এসব স্থানে চলছে পার্কিংয়ের মহোৎসব। যানবাহনের জটলা দেখে মনে হবে যেন পার্কিংয়ের জন্যই স্থানগুলো বরাদ্দ।

বেপরোয়া মোটরসাইকেল পার্কিং

এতদিন গণপরিবহনের দোষারোপ করে আসলেও করোনার এই মহামারিতে পার্কিং নিষেধস্থানে মোটরসাইকেল পার্কিং করছে। উবার-পাঠাও ছাড়া নিজস্ব মোটরবাইকের চালকরা যাত্রী নিতে ঠায় দাঁড়িয়ে থাকে।

বেপরোয়া মোটরসাইকেল পার্কিং
রাস্তা দখলে নিয়ে অবৈধভাবে পার্কিং করায় মোটরসাইকেল আরোহীকে মামলা দিচ্ছেন সিএমপির ট্রাফিক পুলিশ সদস্য।দেওয়ানহাট মোড় থেকে তোলা। ছবি – এম ফয়সাল এলাহী

এসএএস/চখ

এই বিভাগের আরও খবর