chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জনগণের রায়কে ক্ষমতা নয় দায়িত্ব হিসেবে পালন করতে চাই

চট্টগ্রাম-৮ চান্দগাঁও-পাঁচলাইশ-বোয়ালখালী আসনে জনগণের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী কেটলি প্রতীকের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, একজন রাজনৈতি কর্মী হিসেবে আমি মনে করি জনগণই সকল ক্ষমতার মালিক। জনগণ রায় দিলেই রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষমতা লাভ করতে পারেন, নেতৃত্বের আসনে বসতে পারেন। জনগণের রায়ে প্রাপ্ত ক্ষমতা কখনোই ভোগের নয়, বরং দায়িত্বের।

শুক্রবার (২২ ডিসেম্বর) এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি আপনাদের রায় নিয়ে মহান জাতীয় সংসদে গিয়ে আপনাদের চাওয়া পাওয়া ও সুখ দুখের কথা তুলে ধরার ক্ষমতা চাই। আপনাদের সেবায় কাজ করার ক্ষমতা চাই। এর আগেও আমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে জনগণের কল্যানে কাজ করার সুযোগ কিংবা ক্ষমতা পেয়েছিলাম। আমি সেই ক্ষমতাকে চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যানে কাজে লাগিয়েছি। এমন কি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে না থেকেও আমি বিভিন্ন সেবা সংস্থার সাথে নিয়মিত যোগাযোগ রেখে উন্নয়ন কার্যক্রমকে গতিশীল রাখার চেষ্টা করেছি। জনকল্যানে কাজ করাটা আমার নেশায় পরিনত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে কেতলী মার্কায় ভোট দিয়ে আপনার সেবার দায়িত্ব পালন করার সুযোগ দিন।

উল্লেখ্য তিনি জুমা’র নামাজ আদায় করে গণসংযোগ শুরু করেন এবং চান্দগাঁও জেলে পাড়া, লাল মিয়া খলিফার বাড়ি, প্রধান নির্বাচনী কার্যালয় ও শাপলা ক্লাবে পৃথক পৃথক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর