chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চকবাজারে ব্যবসায়ীর হাত কেটে ফেলার হুমকির ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের চকবাজারের বালি আর্কেড মার্কেটের ’আবরন’ এর মালিক মোঃ মামুন সিকদারের হাত কেটে নেয়ার হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মোহাম্মদ জিয়াউদ্দিন ও বোরহান উদ্দিন প্রকাশ মনিয়া নামের দুই যুবকের সাথে আরো ২ যুবক মামুন সিকদারের দোকানে গিয়ে প্রথমে টাকা দাবি করেন। পরে হাত কেটে নিয়ে যাওয়ার হুমকি দিতে থাকেন। একপর্যায়ে গায়ে হাত তুলে। এসময় মার্কেটের আশে-পাশে বেশ কিছু উঠতি যুবক অবস্থান নেন। এক পর্যায়ে তারা ১০ লাখ টাকা দিতে চাপ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

গত ৯ ডিসেম্বর সিনেমা স্টাইলে চাঁদা চেয়ে ঘটনাস্থল ত্যাগ করার ভিডিওটি গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে।

হুমকিদাতা জিয়াউদ্দিন কক্সবাজারের পেকুয়া থানার হরিনাফাঁড়ি এলাকার রশিদ আহমদের সন্তান ও বোরহান উদ্দিন একই থানার আবু সুফিয়ানের সন্তান। তাদের বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মাদক মামলা রয়েছে বলে পেকুয়া থানা সূত্র নিশ্চিত করেছেন।

হুমকির শিকার ব্যবসায়ী মোহাম্মদ মামুন সিকদার বলেন, ঘটনার দিন সন্ধ্যা ৬টায় ‘আবরন’ নামক আমার প্রতিষ্ঠানে অবস্থান করছিলাম। এসময় কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ জিয়াউদ্দিন ও বোরহান উদ্দিন তাদের সাথে আরো ২ জন যুবককে নিয়ে দোকানে ঢুকে আমাকে গালি-গালাচ করতে থাকে। তারা আমার কাছে ১০ লাখ টাকা পাবে বলে দাবি করে। ওই টাকা দুইদিনের মধ্যে না দিলে পুনরায় ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমার হাত কেটে নেওয়ার হুমকি দেন। জিয়াউদ্দিনের সাথে আসা যুবকরা নিজেদের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হুমকি দিয়ে বলেন, দাবিকৃত টাকা না দিলে চকবাজার এলাকায় ব্যবসা কিভাবে কর দেখব।

মোহাম্মদ মামুন সিকদার বলেন, চকবাজারের লালচাঁন রোড এলাকায় ‘মালিহাটেক’ নামে একটি অনলাইন ও বিকাশ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আমার। সেখান থেকে মোহাম্মদ জিয়াউদ্দিন ও তার মামা বোরহান উদ্দিন মনিয়া প্রায় সময় টাকা বিকাশে বিভিন্ন মোবাইলে পাঠাতো। তারা মাদক কারবারে জড়িত বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় খবর বের হলে আমরা তাদের গ্রামের বাড়ি চকরিয়ার পেকুয়ায় খবর নিয়ে জানতে পারি জিয়াউদ্দিন ও বোরহান ইয়াবা কারবারে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মাদকের মামলায় ওয়ারেন্ট রয়েছে। এরপর তাদের সাথে লেনদেন বন্ধ করে দিই। এরআগে তাদের কাছ থেকে পাওনা কয়েকটি নাম্বারে দেওয়া ১ লাখ ৬০ হাজার টাকা চাওয়ার পর থেকেই জিয়া উদ্দিন ও তার মামা বোরহান উদ্দিন আমাকে হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় আমি চট্টগ্রাম নগরের চকবাজার থানায় একটি অভিযোগ দিয়েছি।

এ ব্যাপারে চকবাজার থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ইমরান বলেন, এক ব্যবসায়ীর হাত কেটে নেওয়ার হুমকির ভিডিও ও একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযুক্তদের থানায় ডাকা হয়েছে তারা আসেননি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ফখ|চখ

এই বিভাগের আরও খবর