chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অংশগ্রহণমূলক নির্বাচন হবে: দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সবকিছু ঠিকঠাক আছে। আমি ১৫ বছর ধরে আমার এলাকার জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। যেহেতু আমার আসনে অনেক প্রার্থী আছে, আশা করি এবার ভালো ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে জনগণ আবারো আমাকে সেবা করার সুযোগ দেবে এটিই প্রত্যাশা। সবচেয়ে বড় বিষয় একটি ভালো নির্বাচন হবে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচ আসন থেকে ৪৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়। মনোনয়নপত্র বাছাই ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান।

 

 

জয়/চখ

এই বিভাগের আরও খবর