chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডিসেম্বরে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ

চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল সিঙ্গাপুর জাতীয় নারী ফুটবল দলের। কিন্তু নানা জটিলতার কারণে সেটি হয়ে উঠে নি। অবশেষে ডিসেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসবে সিঙ্গাপুর জাতীয় নারী ফুটবল দল।

আগামী ১ ও ৪ ডিসেম্বর রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

ম্যাচ দুটি সামনে রেখে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ সাইফুল বারী টিটু জানালেন পরিকল্পনা।

বুধবার (২৯ নভেম্বর) ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘এশিয়ান গেমস থেকে ফেরার পর লেবাননের বিপক্ষে ম্যাচ নিয়ে আমাদের খুব ভালো প্রস্তুতি ছিল। দূর্ভাগ্যজনকভাবে আমরা ওই ম্যাচটা খেলতে পারিনি। ওটা খেলতে পারলে আমাদের অনেক কিছু পাওয়ার ছিল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আয়োজনের জন্য বাফুফেকে ধন্যবাদ।’

কোচ আরো বলেন, ‘এটা আসলে একটা প্রক্রিয়া, নিয়মিত বিরতিতে প্র্যাকটিস বা ফিফা ফ্রেন্ডলিগুলো খেলা। আমাদের তো ওইভাবে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলার সম্ভাবনা থাকে কম, সে হিসেবে আমরা এই ধরনের ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকি। প্রতি সপ্তাহে আমি ছয় দিনের ট্রেনিং করালাম, কিন্তু ট্রেনিংয়ের যে বেস ইফেক্ট, সেটা ম্যাচের মাধ্যমে বোঝা যায়। সেটা যদি ইন্টারন্যাশনাল ম্যাচে হয়, তাহলে তো কথাই নেই। এশিয়ান গেমসের পর আমরা প্রস্তুতির ধারাবাহিকতা ধরে রেখেছি। এখন আপাতত আমরা ১ তারিখের ম্যাচ নিয়েই ভাবছি, ম্যাচ বাই ম্যাচ ভাবাটাই শ্রেয়।’

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর