chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একজন আইনজীবীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) মধ্যরাতে চট্টগ্রামের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আবুল কালাম আজাদ (৭৩) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত আবুল কালাম আজাদের আত্মীয় ও নগর বিএনপির সহ-সম্পাদক মো. খোরশেদুল আলম জানান, আইনজীবী মোহাম্মদ আবুল কালাম আজাদ আগে থেকে নিউরো রোগে আক্রান্ত। তাকে গত ২৩ জুন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন পর ২৫ জুন তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তখন তিনি জ্বরে আক্রান্ত হন এবং অক্সিজেন সিচুয়েশন ওঠানামা করলে তাকে আইসিইউতে নেয়া হয়।

সেখানে শুক্রবার রাত পৌনে ১২টায় তিনি মারা যান। ১০ দিন আগে করোনা পরীক্ষার নমুনা নেয়া হলেও এখনো তার রিপোর্ট পাওয়া যায়নি। ফলে উনি করোনা আক্রান্ত হয়েছেন কিনা তা জানা যায়নি। তবে করোনার লক্ষণ ছিল।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর