chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নতুনব্রীজে ৩১২০ পিস ইয়াবাসহ আটক ২

চট্টগ্রামের নতুনব্রীজের ট্রাফিক পুলিশ বক্স এলাকা থেকে ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ মোঃ সোলায়মান খান (৩২) ও আজিজুল ইসলাম (২২) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) পুলিশের ফুটপেট্রোল চলাকালে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃত আসামী মোঃ সোলায়মান খান রায়নগঞ্জ জেলার সিদ্ধীরগঞ্জ থানাধীন ভকেশনাল রোডস্থ পাঠানতলরি আইলপাড়া এলাকার দাউদ খানের ছেলে ওপর আসামী আজিজুল ইসলাম লক্ষীপুর জেলার সদর থানাধীন সালাউদ্দিন বাড়ীর পশ্চিম লক্ষীপুর এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, বাকলিয়া থানার এসআই একেএম জালাল উদ্দিন ও অফিসার ফোর্সসহ রাতে ফুটপেট্রোল চলাকালীন নতুনব্রীজ চত্ত্বরের দক্ষিণ দিকে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে ৩ হাজার ১২০ পিস ইয়াবা ও ১টি যাত্রবাহী বাসের টিকেটসহ সোলায়মান খান ও আজিজুল ইসলামকে আটক করে।

বাকলিয়া থানা ওসি আফতাব হোসেন জানান, আমাদের ফুটপেট্রোল ডিউটি চলাকালে ঘটনাস্থল থেকে ৩১২০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর