chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই

আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন ৫৩ বছর বয়সী রাজনীতিক ডানপন্থী নেতা ও মিডিয়া ব্যক্তিত্ব হ্যাভিয়ার মিলেই।

জানা যায়, হ্যাভিয়ার মিলেই পেয়েছেন ৫৬ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী সাবেক অর্থমন্ত্রী সের্গিও মেসা পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। ১২ শতাংশ ভোটের ব্যবধানে জয় লাভ করেন হ্যাভিয়ার মিলেই

বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দা এবং দারিদ্র্যে বিপর্যস্ত আর্জেন্টিনার নির্বাচনে সরকার পরিবর্তন সময়ের ব্যাপার ছিল মাত্র। একজন নতুন প্রার্থী হিসেবে তার ৫৬ শতাংশ ভোট পাওয়া জনমনের সেই আকাঙ্খার প্রতিফলন।

আর্জেন্টিনার নিয়ম অনুসারে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য একজন প্রার্থীকে অবশ্যই মোট ভোটের ৪৫ শতাংশের বেশি পেতে হবে এবং দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীর চেয়ে কমপক্ষে ১০ শতাংশ ভোটের ব্যবধানে বিজয়ী হতে হবে।

গত ২২ অক্টোবর আর্জেন্টিনায় প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী প্রয়োজনীয়সংখ্যক ভোট পাননি। প্রথম দফার নির্বাচনে ৩৬ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছিলেন মাসা। মিলেই পেয়েছিলেন ৩০ শতাংশ ভোট। ফলে নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।

নির্বাচনে জয়ের পর মিলেই বলেন, আমাদের সামনে পর্বতপ্রমাণ সমস্যা অপেক্ষা করছে। এই সমস্যার উৎস মূল্যস্ফীতি, বেকারত্ব এবং দারিদ্র্য। এখন হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই।

এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনার ঘরোয়া রাজনীতিতে পেরোনিস্ট পার্টির গত ৮৩ বছরের আধিপত্যের অবসান ঘটিয়েছেন হ্যাভিয়ার মিলেই।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর