লোহাগাড়ায় শিবির নেতা আটক
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছের গুড়ি ফেলার সময় শিবির নেতা শাহনেওয়াজ শরীফ সাকিবকে (২৩) আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
সোমবার (২০ নভেম্বর) ভোর ৬টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শাহনেওয়াজ শরীফ সাকিব উপজেলার চরম্বা ইউনিয়নের ১নং ওয়ার্ড নাছির মোহাম্মদ পাড়ার মোক্তার আহমদের পুত্র।
লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, ভোর ৬টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধের চেষ্টাকালে পুলিশের তৎপরতায় অবরোধকারীরা পালিয়ে যাওয়ায় সময় তাৎক্ষণিক ভাবে শাহনেওয়াজ শরীফ সাকিব নামের এক জনকে আটক করা হয়েছে।
আটককৃত সাকিব চরম্বা ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাঁকে লোহাগাড়া থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মুন/চখ