chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম-১৩ আসনে আ. লীগের মনোনয়ন পত্র নিলেন ভূমিমন্ত্রী

চট্টগ্রাম-১৩ আসন (আনোয়ারা-কর্ণফুলী) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহণকালে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস.এম আলমগীর চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রিদ্ওয়ানুল করিম চৌধুরীসহ নেতাকর্মীরা।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর