chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাওয়া স্কুলে বিতর্কিত প্রশ্ন করায় শিক্ষক বরখাস্ত

বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে (বাওয়া) নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় মাইজভাণ্ডার দরবার শরীফ নিয়ে বিতর্কিত প্রশ্ন করায় শিক্ষক আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান বাওয়া স্কুলের অধ্যক্ষ আরিফ উল হাসান চৌধুরী

বরখাস্ত হওয়া শিক্ষক আবদুর রহিমের বাড়ি ফটিকছড়ির হারুয়ালছড়িতে।

জানা যায়, গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত নবম শ্রেণির বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রশ্নপত্র তৈরি করেন শিক্ষক আবদুর রহিম। প্রশ্নপত্রে মাইজভাণ্ডার দরবার শরীফ নিয়ে একটি প্রশ্ন করা হয়। পরবর্তীতে এই প্রশ্নকে ঘিরে রবিবার (১৯ নভেম্বর) এই প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্ক শুরু হয়। এরপরই স্কুল কর্তৃপক্ষ প্রশ্নকারী ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর