chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চমেক হাসপাতালে মহিলা দালাল গ্রেফতার

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক মহিলা দালালকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলো, চট্টগ্রামের পটিয়া থানার ডাঙ্গাপাড়া এলাকার রশিদ আহমদের মেয়ে লায়লা নাসরিন আহমেদ (৩৪)।

সে বর্তমানে নগরের বাকলিয়া থানা এলাকার বঘারবিল এলাকার ওজুদ বিল্ডিং বসবাস করেন বলে জানায় পুলিশ।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের বহির্বিভাগ থেকে ১ জন মহিলা দালালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সাপেক্ষে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

মআ/চখ

 

 

 

এই বিভাগের আরও খবর