হালিশহরে আগুনে পুড়ে ছাই ১৯টি সিএনজি অটোরিকশা ও ৫ মোটরসাইকেল
চট্টগ্রাম নগরের হালিশহরে আগুনে পুড়ে ছাই হয়েছে ১৯টি সিএনজি চালিত অটোরিকশা ও ৫টি মোটরসাইকেল। আজ ২০ নভেম্বর রাত পৌনে ২টার দিকে ঈদগা বউ বাজারের জাহাঙ্গীর মিস্তিরির গ্যারেজে আগুন লেগে এ ক্ষয়ক্ষতি হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টাফ সাকির আহমদ বলেন, রাত পৌনে ২টায় আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
গ্যারেজ মালিক জাহাঙ্গীর আলম চট্টলার খবরকে বলেন, হঠাৎ দাউ দাউ করে গ্যারেজে আগুন জ্বলে উঠে। নিমিষেই আমার সবকিছু শেষ হয়ে যায়।
তিনি বলেন, রাতে গ্যারেজে ১৯টি ১৯টি সিএনজি চালিত অটোরিকশা ও ৫টি মোটরসাইকেল ছিল সবগুলো পুড়ে ছাই হয়ে যায়। আমি গাড়ির মালিকদের কি জবাব দিব। তিনি জানান, আগুনে তাঁর নাইটগার্ড মোহাম্মদ আলী মারাত্মকভাবে আহত হয়েছেন।
চখ/ফখ