১৭ দিনে রেমিট্যান্স এলো ১১৮ কোটি ডলার
চলতি নভেম্বর মাসের প্রথম ১৭ দিনেই প্রবাসী বাংলাদেশীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছে ১১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ১২৪ কোটি টাকা। প্রতিদিন গড়ে এসেছে ৬ কোটি ৯৯ লাখ ডলার রেমিট্যান্স।
রবিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৭ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ৮৫ লাখ ২০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫১ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৭ কোটি ৪ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ডলার রেমিট্যান্স।
এদিকে, গত অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
এর আগে, সেপ্টেম্বর ও আগস্টে যথাক্রমে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩৪ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ও ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
মুন/চখ