চট্টগ্রামে হরতালেও সড়ক জুড়ে যানজট!
চট্টগ্রামে হরতালের উত্তাপ নেই। তাই রাস্তায় বের হয়েছে সব রকমের গাড়ি। নগরের প্রধান সড়কগুলোতে সকাল থেকে যানজট লেগে আছে। বিকালেও একই অবস্থা। এতে ত্রাহি অবস্থা নগরবাসীর।
ছবিটি রিয়াজউদ্দীন বাজার এলাকা থেকে তোলা। ছবি- এম. ফয়সাল এলাহী