ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া
বিশ্বকাপের জমজমাট ফাইনাল। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ফাইনালে টস একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। এ বিষয়টা সামনে রেখে জ্বল্পনা-কল্পনা ছিল, কে ব্যাটিং করবে প্রথমে, কে টস জিতবে?
অবশেষে টস অনুষ্ঠিত হলো এবং জয় পেলো অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। টস জিতে সবাইকে অবাক করে দিয়ে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রন জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।
উইকেট শুকনো দেখা যাচ্ছে এবং সন্ধ্যার পর শিশির সমস্যা করতে পারে, এ কারণেই প্রথমে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া। আবার টস হেরেও ব্যাট করার সুযোগ পেয়ে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা।
অস্ট্রেলিয়া একাদশ
ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সুর্যকুমার যাদব, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদিপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।
তাসু/চখ