chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২০২৩ সালের ‘গোল্ডেন বয়’ জুডে বেলিংহ্যাম

চলতি মৌসুমে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে আছেন ইংলিশ মিডফিল্ডার জুডে বেলিংহ্যাম। রিয়ালে আসার আগেও সাবেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডেও দুর্দান্ত ছিলে এই ইংলিশ তারকা।

ব্যালিংহ্যাম তার এই অসধারণ পারফরম্যান্সের কারণে জিতলেন চলতি বছর ২০২৩ সালের ‘গোল্ডেন বয়’ পুরুষ্কার।

ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ২১ বছর বা এর চেয়ে কম বয়সী ফুটবলারদের মধ্যে সেরা ফুটবলারকে এই পুরস্কার দেয় ইতালিয়ান সংবাদপত্র তুত্তোস্পোর্ত। শুক্রবার (১৭ নভেম্বর) এই বছরের সেরা তরুণ ফুটবলার হিসেবে জুডে বেলিংহ্যামের নাম ঘোষণা করেন তারা।

গোল্ডেন বয় পাওয়ার লড়াইয়ে বেলিংহ্যামের সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা, বার্সেলোনার আলেহান্দ্রো বাল্দে, লামিনে ইয়ামালের মতো ফুটবলাররা।

 

মুন/চখ