chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৮ বছরে পদার্পণ

আজকের এই দিনে (শনিবার) ১৮ নভেম্বর ১৯৬৬ সালে যাত্রা শুরু হয় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর। সুদীর্ঘ ৫৭ বছর পূর্ণ করে ৫৮ তে পদার্পণ করেছে ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা এই প্রতিষ্ঠানটি।

আজ শনিবার (১৮ নভেম্বর) দিবসটি উদযাপনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেজেছে বর্ণিল নানা রঙ্গের নানা সাজে।

চবির গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলোতে করা হয়েছে নানা রকম আলোকসজ্জা। দিনব্যাপীর নানা আয়োজনে রয়েছে র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠার দিন থেকে শুধু জ্ঞান-বিজ্ঞান প্রসার নয়, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রয়েছে অসীম গুরুত্বপূর্ণ ভূমিকা।

১৯৬৬ এর যাত্রা শুরু হয় চবির মাত্র ৮ জন শিক্ষককে নিয়ে। বর্তমানে ৯০৬ জন মহৎ জ্ঞানীগুণী শিক্ষক পাঠাদানে রয়েছেন। প্রথমে চালু হয় চার বিভাগ বাংলা, ইংরেজি, ইতিহাস ও অর্থনীতি। যার অধীনে ছিল মাত্র ২০৪ জন শিক্ষার্থী। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা প্রায় ২৮ হাজার। ৯টি অনুষদের অধীনে ৪৮টি বিভাগ ছাড়াও রয়েছে ৬টি ইনস্টিটিউট। এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে ১৪টি আবাসিক হল ও ১টি ছাত্রবাস। এর মধ্যে ৯টি ছেলেদের ও ৫ মেয়েদের হল। আবাসিক হল ও হোস্টেলে শিক্ষার্থীদের জন্য প্রায় ৭ হাজার আসন বরাদ্দ রয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে রয়েছে শাটল ও ডেমু ট্রেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক ড. আজিজুল রহমান মল্লিক

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর