chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চাকরি হারালেন চ্যাটজিপিটির উদ্ভাবক স্যাম অল্টম্যান

চ্যাটজিপিটি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানকে চাকরিচ্যুত করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, ওপেনএআই পরিচালনার ক্ষেত্রে স্যাম অল্টম্যানের সক্ষমতা নিয়ে আস্থার ঘাটতি দেখা দেয়ায় তাকে সিইওর পদ থেকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে হঠাৎ করে অল্টম্যানকে চাকরিচ্যুত করার এমন সিদ্ধান্ত রীতিমত অবাক করেছে কোম্পানির কর্মচারীদের। কারন, কোম্পানির পাবলিক ব্লগ থেকে খবরটি জানতে পারে কর্মচারীরা।

প্রতিবেদনে বলা হয়, ওপেনএআই’র চিফ টেকনোলজি অফিসার মীরা মুরাতি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতিষ্ঠানের সিইও’র দায়িত্ব পালন করবেন। কোম্পানি বলেছে, স্থায়ীভাবে সিইও নিয়োগের ক্ষেত্রে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে।

 

জয়/চখ

 

এই বিভাগের আরও খবর