chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেলবোর্নের প্রচণ্ড ঠাণ্ডায় কাবু জামালরা

ঢাকায় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। আর অস্ট্রেলিয়ার মেলবোর্নের তাপমাত্রা ১৪ ডিগ্রির মতো। বিশ্বকাপ বাছাই খেলতে অস্ট্রেলিয়া যাওয়া জামাল ভূঁইয়াদের জন্য সেখানকার আবহাওয়া প্রতিকূলই বটে। সেটা চোখে পড়েছে গতকাল। অনুশীলনের সময় ফুটবলাররা হাফ টিশার্টের সঙ্গে হাতে আলাদা হ্যান্ডকভার ব্যবহার করেছেন। আর কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তো ফুলহাতা জার্সি পরে শিষ্যদের নির্দেশনা দিচ্ছেন। মোট কথা মেলবোর্নের ঠান্ডা বাতাস আর শীতে কাবু বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৬ নভেম্বরে সকারুদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে খেলবে লাল-সবুজের দলটি।

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য দু’দিন আগে মেলবোর্নে পৌঁছে বাংলাদেশ দল। সোমবার প্রথম বল নিয়ে অনুশীলন করলেন জামাল ভূঁইয়ারা। ঠান্ডা অন্যদের সমস্যায় ফেললেও অধিনায়ক জামালকে ফেলছে না, ডেনমার্কে বেড়ে ওঠা আর আর্জেন্টিনায় খেলার কারণে, ‘বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের ম্যাচ রাত ৮টায়। ওই সময় ঠান্ডা থাকবে। তবে ম্যাচ নিয়ে দলের সবাই আত্মবিশ্বাসী। সবাই শতভাগ প্রস্তুত। ঠান্ডার মধ্যে বাতাস বইলেও স্টেডিয়ামের ভেতরে কোনো সমস্যা হবে না। তবে যখন বাইরে যাই, তখন কিছুটা সমস্যা হয়।’

দলের ফরোয়ার্ড মো. ইব্রাহিম বলেন, ‘প্রথম দিনের অনুশীলন ভালো ছিল। যদিও ঠান্ডার জন্য কিছুটা সমস্যা হচ্ছিল। কোচ চাইছিলেন ঠান্ডার সঙ্গে যত দ্রুত মানিয়ে নেওয়া যায়, ততই ভালো। তা ছাড়া অস্ট্রেলিয়ার ডিফেন্সকে কীভাবে আমরা ব্লক করব, কীভাবে বিশ্বসেরা একটি দলের বিপক্ষে খেলতে হবে, তা আমাদের শেখাচ্ছেন কোচ হ্যাভিয়ের।’

দলের সহকারী কোচ হাসান আল মামুনও আত্মবিশ্বাসী জামালদের নিয়ে, ‘অস্ট্রেলিয়ায় এখন যেমন আবহাওয়া, তা আমাদের জন্য অনেক ঠান্ডা। অনেক বাতাস বইছে। বল পায়ে রাখতে সমস্যা হচ্ছিল ফুটবলারদের। তবে আশা করি, সময়ের ব্যবধানে সব ঠিক হয়ে যাবে।’

তিনি যোগ করেন, ‘কোচ হ্যাভিয়ের প্রথম দিনে বলের সঙ্গে টেকনিক্যাল বিষয়েও দীক্ষা দিয়েছেন। অস্ট্রেলিয়ার শক্ত জায়গাগুলোতে আমরা ফোকাস করতে চেষ্টা করেছি ছেলেদের। সবাই ভালো আছে। তারা ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে।’

 

 

 

তাসু/চখ

 

এই বিভাগের আরও খবর