chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম নগরের অভ্যন্তরে কমবে গাড়ির চাপ

বায়েজিদ ফৌজদারহাট লুপ রোড

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আরেকটি সড়ক পথ বায়েজিদ বোস্তামী-ফৌজদারহাট লুপ রোড আজ উদ্বোধন হতে যাচ্ছে। ৬ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি হওয়ার কারণে চট্টগ্রাম নগরের দক্ষিণ ও উত্তর চট্টগ্রাম থেকে ঢাকামুখী যানবাহনকে শহরের অভ্যন্তরে জিইসি, জাকির হোসেন রোড ও এ কে খান হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আর উঠতে হবে না। এতে নগরের গাড়ির চাপ এবং যানজট কমে আসবে। ওই সড়কে চলাচল করা গাড়িগুলোর সময় বাঁচবে।

সিডিএ সূত্র জানায়, চট্টগ্রাম নগরের অভ্যন্তরে যানজট নিরসন ও ঢাকামুখী যানবাহনকে শহরের অভ্যন্তরে প্রবেশ না করানোর উদ্দেশ্যে ২০১৩ সালের ৫ নভেম্বর ১৭২ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ চার লেন সড়কের নির্মাণ প্রকল্প হাতে নেয় সিডিএ। শুরুতে প্রকল্পের মেয়াদ ধরা হয়েছিল ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত। এরপর পাঁচ-ছয় দফা সময় বাড়িয়েও প্রকল্পের কাজ সম্পন্ন করতে পারেনি সিডিএ। সর্বশেষ চলতি বছরের আগস্ট মাসে আরেক দফায় প্রকল্প ব্যয় বাড়িয়ে ৩৫৩ কোটি টাকা করা হয়। প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়।

এই সড়কে নির্মাণ করা হয়েছে ১২টি কালভার্ট ও ৬টি ব্রিজ। শতভাগ কাজ শেষ না হলেও ২০১৯ সালের শেষের দিকে সড়কটিতে যান চলাচল শুরু হয়। সম্প্রতি এই সড়কের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সড়ক’ নামকরণ করা হয়।

বায়েজিদ বোস্তামী-ফৌজদারহাট লুপ রোডের প্রকল্প পরিচালক আসাদ বিন আনোয়ার বলেন, সড়কটি চট্টগ্রাম নগরকে যানজটমুক্ত রাখতে বিকল্প সড়ক হিসেবে ভূমিকা রাখবে।

চখ/ফখ

এই বিভাগের আরও খবর