বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন কোরিয়ান তারকা জাং জু ইয়োন
কোরিয়ান অভিনেত্রী জুং ইউ ইয়ন বিয়ের ৬ মাসের মধ্যেই বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। অভিনেত্রী এবং তার স্বামীর পারস্পরিক সিদ্ধান্তের প্রেক্ষিতেই হচ্ছে বিচ্ছেদ। গত মার্চেই তাঁদের বিয়ে হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিনের খবরে জানা যায়, তারা দু’জনেই বোঝাপড়ার মাধ্যমে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েয়েছেন। মার্চে যখন তাদের বিয়ে হয়, সেই সময়ে তারা নাকি খাতায় কলমে সইটা করেননি। কেবল অনুষ্ঠান হয়েছিল। তাই দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী বিবাহবিচ্ছেদের জন্য সরকারি ভাবে দায়ের করতে হবে না। তবে তার স্বামী তারকা জগতের নন।
একাধিক কোরিয়ান ড্রামা ‘স্টর্মি লাভার্স’, ‘প্রিনসেস অরোরা’, ‘সিটি অফ দ্য সান’-এ অভিনয় করে গোটা বিশ্বের দর্শকের কাছে জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী। একইসঙ্গে কোরিয়ার একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন জাং। জনপ্রিয় তারকা বলেই বিবাহবিচ্ছেদের খবর জানাজানি হতেই সবার কাছে কটাক্ষের শিকার হলেন তিনি।
অভিনেত্রীর বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বেশ কয়েকজন ভক্ত এই খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘মাত্র ৬ মাস, আগে কেন ভেবে নেননি?’
অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বিয়ে কোনো তামাশা নয়, আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন, তাহলে তা করবেন না।’
জয় / চখ
