chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৫ মুখপোড়া হনুমান চট্টগ্রাম থেকে ভারতে পাচারের পরিকল্পনা

পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের লামা থেকে ভারতে পাচারের জন্য বিরল প্রজাতির পাঁচটি মুখপোড়া হনুমান ঢাকায় নেওয়া পথে চট্টগ্রাম নগরে ধরা পড়েছে ৩ পাচারকারী। এসময় হনুমানগুলো উদ্ধার করে বাকলিয়া থানা পুলিশ। আজ সকালে চট্টগ্রাম নগরের বাকলিয়া নতুন ব্রিজ এলাকা থেকে হনুমানগুলো উদ্ধার হয়। এর আগে গত ৩০ অক্টোবর বান্দরবানের আলীকদম থেকে আনা দুটি বিলুপ্তপ্রায় হগ ব্যাজার (গোরখোদক) উদ্ধার করে বাকলিয়া থানা পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের সক্রিয় সদস্যরা বর্তমানে বন্যপ্রাণী পাচারকারীরা কক্সবাজার ও বান্দরবানের গভীর জঙ্গল থেকে বিভিন্ন বিরল ও বিলুপ্ত বন্যপ্রাণী সংগ্রহ করে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা ও যশোর জেলা হয়ে ভারতে পাচার করছে।
মোস্তাফিজুর রহমান বলেন, মুখপোড়া হনুমানগুলো বান্দরবানের আলী কদম থেকে সংগ্রহ করে পরে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়। কক্সবাজারের শাপলাপুর এলাকা থেকে তা নিয়ে ঢাকায় অন্য একটি দলের কাছে হস্তান্তরের কথা ছিল। তারা ভারতে একটি পাচারচক্রের কাছে বিক্রি করার কথা রয়েছে। এরআগে আমাদের চৌকস দল গোয়েন্দা তৎপরতা চালিয়ে পাচারকারীদের আটক ও হনুমানগুলো উদ্ধার করে।

বাকলিয়ার ওসি মোহাম্মদ আব্দুর রহিম বলেন, মুখপোড়া হনুমান পাচারের সময় কক্সবাজারের চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে মো. সেলিম (৫৩), একই এলাকার ফয়েজ আহম্মদের ছেলে নুরুল কবির (৩১) ও মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বালিয়াছড়ি এলাকার আলতাফ হোসেনের ছেলে সালাউদ্দিন কাদেরকে (৩৫) গ্রেফতার করি। তারা আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের সক্রিয় সদস্য।

তিনি বলেন, উদ্ধার করা হনুমানগুলো বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর হয়। আসামিদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।
চখ/ফখ

 

এই বিভাগের আরও খবর