chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের ১৯ প্রকল্পের আজ সুখ প্রসব

আজ শনিবার কর্ণফুলী তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর কালে তিনি টানেল ছাড়া আরও ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এবারের সফরসূচিতে উদ্বোধনী তালিকায় আছে- ১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু টানেল, ২৮ কোটি ১৩৯ লাখ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স, ৮১ কোটি ২৯ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে চট্টগ্রাম জেলা পরিষদ টাওয়ার, ১ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে রাঙ্গুনিয়া ও আনোয়ারা জেলা পরিষদ ডাকবাংলো, ২০ কোটি ১২ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে পটিয়ায় শেখ কামাল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল, ৭ কোটি ৩০ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে রাউজানে শেখ কামাল কমপ্লেক্স, ৪৮২ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে আগ্রাবাদে সিজিএস কলোনিতে নয়টি বহুতল আবাসিক ভবন, ৮৪ লাখ টাকা ব্যয়ে বিমানবন্দরে বঙ্গবন্ধু ম্যুরাল ও ৪৯ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে শিকলবাহা খালের ওপর পিসি গার্ডার ব্রিজ। এদিকে, ভিত্তিপ্রস্তর স্থাপন তালিকায় আছে- চট্টগ্রামে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর, বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু টানেল পর্যন্ত শেখ হাসিনা সড়ক ও সিমেন্স হোস্টেল কমপ্লেক্স।

এরমধ্যে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স প্রকল্পটি বাস্তবায়ন করছে গণগ্রন্থাগার অধিদফতর। প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে ৮৭ শতাংশ। জেলা পরিষদ টাওয়ার প্রকল্পটি কাজের অগ্রগতি ৮০ শতাংশ। রাঙ্গুনিয়া জেলা পরিষদ ডাকবাংলোর কাজ শতভাগ শেষ হয়েছে। আনোয়ারা জেলা পরিষদ ডাকবাংলোর কাজও শতভাগ শেষ। পটিয়ায় শেখ কামাল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের কাজ শেষ হয়েছে ৮৫ শতাংশ। রাউজানে শেখ কামাল কমপ্লেক্স কাজ শতভাগ শেষ হয়েছে। আগ্রাবাদে সিজিএস কলোনিতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য করা নয়টি বহুতল আবাসিক ভবনের কাজ শতভাগ শেষ। চট্টগ্রাম বিমানবন্দরে করা বঙ্গবন্ধু ম্যুরালের কাজও শেষ হয়েছে। পটিয়া উপজেলার উজিরপুর সড়কে শিকলবাহা খালের ওপর করা পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শেষ হয়েছে শতভাগ।

এছাড়াও চট্টগ্রাম জেলা প্রশাসনের বাস্তবায়ন করা বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে আছে ডিসি পার্ক, হাজার বছরের নৌকা জাদুঘর, ১৯১টি ইউনিয়নে খেলার মাঠ ও সাংস্কৃতিক কেন্দ্র, স্মার্ট স্কুল বাস সার্ভিস, পর্যটক বাস, রিভার ক্রুজ ও ফুল ডে ট্যুর সম্বলিত পর্যটন সেবা, বার্ডস পার্ক ও চিড়িয়াখানার আধুনিকীকরণ।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান জানান, প্রকল্পগুলোর অনেকগুলোর কাজই প্রায় শেষ। যেগুলো হয়নি, সেগুলো আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে।

চখ/ফখ

এই বিভাগের আরও খবর