chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চান্দগাঁওয়ে দেশিয় তৈরি বিপুল চোলাইমদসহ আটক ২

নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে দেশিয় তৈরি ৪৮০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল সরঞ্জামসহ দুই চাকমা যুবককে আটক করেছে থানা পুলিশ।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি কলোনির আফজাল মাঝির বাড়ির জাহাঙ্গীর বিল্ডিংয়ের একটি ভাড়া বাসা থেকে এসব মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, রাঙ্গামাটির জুরাছড়ি থানার দুমদুম্যা ইউনিয়নের বগাখালী গ্রামের ত্রিদীপ তংচঙ্গার ছেলে অমিত তংচঙ্গা ওরফে প্রদীপ (২৬) ও রাঙ্গামাটি পৌরসভার রাঙ্গাপানি নোয়াদম গ্রামের বিজয় কুমার চাকমার ছেলে সুমন চাকমা (২৭)।

তথ্যটি নিশ্চিত করে আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বললেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর