chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাজারের পুকুর থেকে মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে মাজারের পুকুর থেকে মরদেহ উদ্ধার

ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের মাজারের পুকুর থেকে সাইমুল ইসলাম ইসাদ (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পুকুরে দুই ঘন্টা তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাইমুল নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজারের বাটালি রোডের মুহাম্মদ ইসলামের ছেলে।

জানা যায়, সাইমুল বন্ধুদের সঙ্গে মাজার জিয়ারতে গিয়ে সন্ধ্যায় পুকুরে গোসল করতে নামে।

ফটিকছড়ি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, সন্ধ্যা ৭টায় খবর পেয়ে মাইজভাণ্ডারের পুকুরে দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর