ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পঞ্চাশোর্ধ বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর আকবরশাহ থানাধীন সিডিএ ১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম মোবাশ্বেরা বেগম রানী। তিনি ফেনী সুধারাম থানার মৃত ইসমাইলের স্ত্রী বলে জানা গেছে।
সন্ধ্যার দিকে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক।
তিনি বলেছেন, দুপুর সাড়ে ১২টায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন রেলওয়ে পুলিশ।
চখ/আর এস