টেকনাফ থেকে চালু হলো সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল
৬ মাস পর টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে ৫১৭ পর্যটক নিয়ে ছেড়ে গেছে ‘বারো আউলিয়া’ নামের একটি পর্যটকবাহী জাহাজ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে যাত্রা করেন। বেলা ১২টার পরে জাহাজটি দ্বীপে পৌঁছানোর সম্ভাবনা রয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।
তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে ৫১৭ পর্যটক নিয়ে বারো আউলিয়া নামের একটি পর্যটকবাহী জাহাজ টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়।’
গত মঙ্গলবার পরীক্ষামূলকভাবে বারো আউলিয়া জাহাজ নিয়ে জেলা ও উপজেলা প্রশাসন, নৌ-পরিবহন ও ট্যুর অপারেটর কর্মকর্তাসহ শতাধিক একটি টিম সেন্টমাটিনের দিকে যায়। পরে সেন্ট মার্টিন থেকে ফিরে সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক হয়। সেই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আজকে প্রথম জাহাজটি চলাচলের অনুমতি দেওয়া হয়। আগামী সপ্তাহে বারো আউলিয়া জাহাজটি চলবে। আবহাওয়া পরিবেশ ভালো দেখা দিলে অপরাপর জাহাজগুলো চলাচলের অনুমতি দেওয়া হবে। এসময় কোস্ট গার্ড, নৌ-পুলিশসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা তদারকির দায়িত্বে পালন করেন।
ঢাকা থেকে ভ্রমণে আসা এক পর্যটক আহমদ হোসাইন অনুভূতি প্রকাশ করে বলেন, ‘প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ঘুরতে এসেছি, খুব আনন্দ লাগছে।আবহাওয়া এখনো পর্যন্ত ভালো দেখা যাচ্ছে। তবে বছরের শুরুতে সেন্টমাটিন যাওয়ার প্রথম যাত্রী হতে পেরে আরো ভালো লাগছে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নয়ন শীল বলেন, ‘কোনো জাহাজ যাতে অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সে জন্য তদারকি করছি। প্রথম দিনে ৫১৭ যাত্রী নিয়ে বারো আউলিয়া জাহাজ সেন্ট মার্টিন রওনা করেন। এ জাহাজে সাড়ে ৮০০ যাত্রী ধারণক্ষমতা আছে।’