chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ২৯৫০

দেশে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৯৫৮ জনে দাঁড়াল।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ২৯৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৭২৬ জন ও ঢাকার বাইরের ২ হাজার ২২৪ জন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু এবং ৩ হাজার ১২৩ জন আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়। সেই হিসেবে বুধবার ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত কিছুটা কমেছে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৬ হাজার ৮৩১ জন।এর মধ্যে ঢাকার বাসিন্দা ৮১ হাজার ২১৬ জন। আর ঢাকার বাইরের ১ লাখ ১৫ হাজার ৬১৫ জন।

পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৫ হাজার ৯০৬ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৭৭ হাজার ৫৪ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৮ হাজার ৮৫২ জন।

এর আগে, ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ওই বছর এডিস মশাবাহিত এই রোগে ২৮১ জনের মৃত্যু হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর