chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভিসা নীতি নিয়ে বিএনপির মাতামাতি করার কিছু নেই: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হওয়ার কারণে তাদের ভিসা নীতি নিয়ে বিএনপির নেতাদের মাতামাতি করার কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার বিকেলে মিরপুর-১০ নম্বরের ফল পট্টিতে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ভিসা নীতি নিয়ে ভাবনা নেই। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো। সুতরাং এটা নিয়ে বিএনপির মাতামাতি কিংবা রাজনীতি করার কিছু নেই।

তথ্যমন্ত্রী বলেন, দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি তোলা এবং আমেরিকায় জো বাইডেনের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। তারা জেনে গেছে বাইডেনের সাথে শেখ হাসিনার সম্পর্ক কত মধুর।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, তারা আন্দোলনের নামে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে রাজপথে থেকেই জবাব দেবে আওয়ামী লীগ।

তিনি বলেন, ‘ওরা আমাদের ঘোরাও করার কথা বললে, বিশৃঙ্খলা সৃষ্টি করলে জবাব দেয়া হবে। আমরাও বিএনপিকে ঘেরাও দিয়ে শিক্ষা দেবো।’

বিএনপির ষড়যন্ত্র সফল হবে না মন্তব্য করে হাছান মাহমুদ আরও বলেন, এর আগেও তারা বলেছে যে, সরকারকে টেনে নামিয়ে ফেলবে। কিন্তু আওয়ামী লীগ ষড়যন্ত্র পরোয়া করে না এবং ষড়যন্ত্র ছিন্ন করে নির্বাচনে আবারও জয়ী হবে বলে মনে করেন তিনি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর