মহানবী (সা.) স্বরণে হোসাইন (রাঃ) স্মৃতি সংঘের দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে পটিয়া উপজেলার ১৩ নং দক্ষিণ ভূষি ইউনিয়নে হয়রত ইমাম হোসাইন (রাঃ) স্মৃতি সংঘের উদ্যোগে মহানবী (সা.) এর জীবন ও কর্মের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম।
হযরত ইমাম হোসাইন (রাঃ) স্মৃতি সংঘের সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন, শায়েখ মুফতি গোলাম রাব্বানী কাসেমী। উদ্বোধক ছিলেন ১৩ নং দক্ষিণ ভূষি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ বক্তা ছিলেন আব্দুল জলিল সওদাগর জামে মসজিদের খতিব আলহাজ্ব জাফর আলম কাদেরী।
অনুষ্ঠানে প্রধান আলোচক শায়েখ মুফতি গোলাম রাব্বানী কাসেমী বলেন, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) শুধু মুসলমানদের নবী হিসেবে আসেননি। তিনি এসেছেন বিশ্বনবী হিসেবে, সৃষ্টি জগতের আশীর্বাদ হিসেবে। তিনি এসেছিলেন রহমাতুল্লিল আলামিন হিসেবে। আজকের অশান্ত পৃথিবীর বাস্তবতায় মহানবী (সা.) এর শান্তির আদর্শ আমাদের বেশি বেশি অনুসরণ করতে হবে।
মহানবী (সা.) এর জীবন ও কর্মের বিভিন্ন দিকের ওপর আরো আলোচনা করেন সাতবাড়িয়া হয়রত শাহ আমানত (রাঃ) সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মুফতি নিজাম উদ্দিন চিশতী। মিলাদ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলে হয়রত ইমাম হোসাইন (রাঃ) স্মৃতি সংঘের প্রধান উপদেষ্টা ডাঃ শাখাওয়াত হোসাইন হিরু ও সাধারণ সম্পাদক রফিকুল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ ফরহাদ, সিনিয়র সিনিয়র সহ সভাপতি আলী আকবর, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব, আব্দুল মান্নান, আবু সায়েদ, মুহাম্মদ রিশাত, মোহাম্মদ ফরহাদ প্রমুখ।