রাতের ‘কমিটি’ দিনে বিলুপ্ত, গেল নিজেদের পদও
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ
নানা অনিয়ম ও অভিযোগের পর অবশেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিসহ গতরাতে ঘোষিত বাঁশখালী উপজেলা শাখাসহ চারটি কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলিগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এর পরপরই আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যথাযথ নিয়মতন্ত্র না মেনে গঠিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আওতাধীন বাঁশখালী উপজেলা শাখা, বাঁশখালী পৌর শাখা, সরকারি আলাওল কলেজ শাখা ও সাতকানিয়া সরকারি কলেজ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
চখ/এআর