চট্টগ্রামে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৪৭
গত ২৪ ঘণ্টায় নতুন করে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪৭ জন। এর আগে গতদিন আক্রান্তের সংখ্যা ছিল ১৬৪ জন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৮৭ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬০ জন রোগী।এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে নতুন ভর্তি রয়েছে ৩৯ জন।
এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯ হাজার ২৩ জন। চলিত মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগী মিলেছে ৩ হাজার ২৩৬ জন। গত আগস্টেই ডেঙ্গুতে আক্রান্ত রোগী মিলেছে ৩ হাজার ১১ জন। গত জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ২ হাজার ৩১১ জন।
নগরীর সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৪০৬ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৮ হাজার ৬১৭ জন।
এ ছাড়া এবছর ডেঙ্গুতে ৭২ জনের মৃত্যু হয়েছে। চলিত মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ১৯ জন। গত আগস্টেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ জন। জুলাই মাসেই মারা গেছেন ১৭ জন। মৃত্যু হওয়া বেশিরভাগ রোগী সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।