chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে অস্ত্র মামলায় ১ আসামি গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় করা অস্ত্র মামলার পলাতক আসামি ইলিয়াসকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

গতকাল শনিবার বিকেলে নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ইলিয়াস ভোলা জেলার শশীভূষণ থানার এওয়াজপুর গ্রামের আলকাজ চৌধুরীর ছেলে।

সহকারী পরিচালক শরীফ উল আলম বলেন, সীতাকুণ্ড থানায় গত ২২ আগস্ট দায়ের হওয়া এক অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি ইলিয়াস। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

ইলিয়াসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরও দুটি মামলা রয়েছে। তাকে সীতাকুণ্ড থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

মান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রীতিলতার উপর নাটিকা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর