chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দক্ষিণী অভিনেতা বিজয়ের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চেন্নাইয়ের টাইনাম্পেটে নিজ বাসা থেকে অভিনেতা বিজয় অ্যান্টনির মেয়ে মীরার (১৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভি।

মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বর) ভোরে মীরার রুমে প্রবেশ করলে বিজয় তাকে নিজের ওড়না গলায় পেঁচানো অবস্থায় ফ্যানের হুকের সাথে ঝুলতে দেখেন। তাৎক্ষণিক নামিয়ে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মীরা আত্মহত্যা করেছেন। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, দীর্ঘদিন মানসিক চাপে ভুগছিলেন মীরা। হতাশার নীল সাগরে ডুবে শেষে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

এদিকে কর্তব্যরত পুলিশ জানিয়েছে, মীরার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মীরার আত্মহত্যা নিয়েও তদন্ত শুরু হয়েছে। বড় মেয়ে মীরাকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। হঠাৎ এমন ঘটনায়  হতবিহ্বল পুরো ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি।

উল্লেখ্য, দক্ষিণ ভারতের খ্যাতিমান সংগীত পরিচালক ও অভিনেতা বিজয় তার দুই মেয়ে এবং স্ত্রীসহ চেন্নাইতে বসবাস করতেন। সেখানেরই একটি প্রাইভেট স্কুলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন মীরা।

 

মআ/চখ

 

 

এই বিভাগের আরও খবর