chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিরাজের তোপে ৫০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা

এশিয়া কাপ

শুরু থেকেই তোপ দাগতে থাকেন মোহাম্মদ সিরাজ। শিকার করেন ৬ উইকেট। শেষ দিকে বোলিং ঝলক দেখান হার্দিক পান্ডিয়া। তুলেন নেন শেষ তিন উইকেট। দুজনের দুর্দান্ত বোলিংয়ে ১৫. ২ ওভারে ৫০ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা।

২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানে অলরাউট হয়েছিল লঙ্কানরা। নিজেদের লজ্জার সেই রেকর্ড অবশ্য এড়িয়ে গেছে তারা। ওয়ানডে ফরমেটের এশিয়া কাপে সর্বনিম্ন রানের অনাকাঙ্ক্ষিত রেকর্ডটা ঠিকই করে ফেলেছে দাসুন শানাকার দল

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে লঙ্কানরা খেলতে পেরেছে কেবল ৯২ বল। এই সময়ে সবকটি উইকেট হারিয়ে তারা স্কোর বোর্ডে তুলতে পেরেছে ৫০ রান। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান এসেছে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। দলের ৯ ব্যাটারই এদিন দুই অঙ্ক ছুঁতে পারেননি। ভারতের হয়ে ২১ রানে ৬ উইকেট শিকার করে সেরা বোলার মোহাম্মদ সিরাজ।

চখ/এআর

এই বিভাগের আরও খবর