chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাস্টিন বিবারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিনোদন ডেস্ক

জাস্টিন বিবার জনপ্রিয় গায়ক জাস্টিন বিবার নানা কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার যৌন হেনস্তার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

গায়কের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালে জাস্টিন বিবার নাকি এক মহিলাকে যৌন হেনস্তা করেছেন। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পরই জোর শোরগোল শুরু হয়ে যায়।

এদিকে মাইক্রোব্লগিং সাইটে একের পর এক টুইট করে ওই মহিলাকে যৌন হেনস্তার অভিযোগ অস্বীকার করেন ‘সরি’ খ্যাত এই সংগীতশিল্পী।

বিবার জানিয়েছেন, এই ধরনের বিষয় নিয়ে কখনও কথা বলতে চাননি তিনি। তবে যৌন হেনস্তার বিষয়টি সম্পূর্ণ আলাদা। আর সেকারণেই শিল্পী মনস্থির করেন যে, বিষয়টি নিয়ে তিনি মুখ খুলবেন।

শুধু অভিযোগ নস্যাৎ-ই করেননি, মিথ্যা অভিযোগ আনা ওই মহিলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন বলেও জানান জাস্টিন বিবার।

এই বিভাগের আরও খবর