শরতে সেজেছে অনন্যা আবাসিক
‘কাশফুলের মতো যার পরিধান/প্রফুল্ল পদ্মের মতো যার মুখ/উন্মত্ত হাঁসের ডাকের মতো রমণীয় যার নূপুরের শব্দ/পাকা শালিধানের মতো সুন্দর যার ক্ষীণ দেহলতা/অপরূপ যার আকৃতি সেই নববধূর মতো শরৎকাল আসে।’ মহাকবি কালিদাস তার ‘ঋতুসংহার’ কবিতায় শরতের বন্দনা করেছেন নববধূ বলে। শরতের সাজে সেজেছে চট্টগ্রামের অক্সিজেন এলাকার অনন্যা আবাসিক। কাশফুলে ছেয়ে রয়েছে পুরো এলাকা। সাদা ফুলের এই শুভ্রতা উপভোগ করতে প্রতিদিন বিকালে দর্শনার্থীদের ভীড় চোখে পড়ার মতো।
ভাদ্র-আশ্বিন দু্ইমাস শরৎকাল। আগস্ট মাসের মধ্যভাগ থেকে অক্টোবরের মধ্যভাগ পর্যন্ত এই সময়ে কাশফুলে শুভ্রতায় সাজে প্রকৃতি। নগরের অক্সিজেন মোড় থেকে ঠিক পূর্বদিকে দুই কিলোমিটার গেলেই দেখা মিল সাদা কাশফুলের রাজত্ব। স্থানটি অনন্যা আবাসিক এলাকা হিসেবে পরিচিত। সেখানকার বিস্তৃত মাঠে বেশ ঘনসন্নিবেশিত ভাবে কাশফুলের সমারোহ। এ যেন সৃষ্টিকর্তার অপার দান।দুপাশে কাশবন মাঝের সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কাশফুলের শুভ্রতা অনূভব করা যায়।
সরেজমিন শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে অনন্যা আবাসিক দেখা যায়- বন্ধু, পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। ছোট বড় সকলে কাশফুলের সাথে ছবি তুলতে ব্যস্ত সময় পার করছেন। পুরো কাশফুল বনের মধ্যে এভার হাসপাতালটি উচু ভবন। সেই ভবনের চারপাশে ফুটে আছে সাদা কাশফুল। তারই ভেতর আবার পাকা রাস্তাও রয়েছে। সেখানে আইসক্রিম, ঝালমুড়ি, বাদাম ফুচকা,চটপটি, হাওয়াই মিঠাই বাড়তি দামে বিক্রি করতে দেখা যায়। তবে নারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অনেকে।
ফারজানা ফায়জা নামে এক দর্শনার্থী বলেন, ইট পাথরের চট্টগ্রাম শহর। পুরো সপ্তাহে অফিস-নানা কাজকর্ম করতে ক্লান্ত হয়ে যায়। তাই সপ্তাহে ছুটির দিন ঘুরতে যাওয়া হয়। আজ এলাম কাশফুল বনে৷ কি সুন্দর সেজে রয়েছে পুরো এলাকা। কিন্ত মেয়ে মেয়ে ঘুরতে আসা যে অনিরাপদ। কিছুক্ষণ পর পর মেয়েদের বিভিন্নভাবে ইভটিজিং করা হচ্ছে। বিভিন্নত কটুক্তি ভাষায় মেয়েদের হেনস্তা করা হয়। এটি যদি প্রসাশন থেকে বন্ধ করা হয়। তাহলে আরও ভালো লাগবে।
নারীদের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা কারণ নেই চট্টলার খবরকে বললেন চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বখাটে উৎপাত হলে বা ইভটিজিং স্বীকার হলে আমাদের একটু জানালে হবে। সাথে সাথে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া ওই এলাকায় এখন মানুষের ভীড় থাকে। কোনো ধরনের অপরাধ যেন না ঘটে তার জন্য আমরা প্রতিদিন টহল দিয়ে রাখি।
কাশবনের উপকারের সীমা কেবল সৌন্দর্য্য নয়, কাশফুলের আয়ুর্বেদীয় গুণও আছে। মাটিধস রোধ করতে চাষ করা হয়। আখের অঙ্কুরোদ্গম ছাড়াও বিশেষ ধরনের কাগজের মণ্ডও তৈরি হয় কাশ থেকে। সব মিলিয়ে কাশফুল কেবল শরতের মুগ্ধতার প্রতীকই নয়, আমাদের জীবনযাত্রার সঙ্গেও জড়িয়ে আছে কাশের জীবন।
নচ/মআ/চখ