চসিকের স্বাস্থ্যসেবা ভূয়সী প্রশংসা রাসিক প্রতিনিধি দলের
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের(চসিক) স্বাস্থ্য বিভাগের কার্যক্রম পরিদর্শন করে স্বাস্থ্যসেবা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রতিনিধি দল ।
বুধবার(১৩ সেপ্টেম্বর) রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম. শরীফ উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চসিক পরিচালিত স্বাস্থ্য বিভাগের প্রতিষ্ঠান পরিদর্শন করে।
পরে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় মেয়র রেজাউল করিম প্রতিনিধিদলকে বলেন, চট্টগ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চসিক একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিভাগের মাধ্যমে জনগণকে সেবা দিচ্ছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে শুরু করে করোনা মহামারী থেকে জনগণকে চসিক যে ব্যাপক জনমুখী কার্যক্রম পরিচালনা করছে তা চসিককে সুপরিচিতি এনে দিয়েছে। পাশাপাশি চসিক চট্টগ্রামের শিক্ষাখাতেও নেতৃত্ব দিচ্ছে। মেয়র চসিকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্য সিটি কর্পোরেশনগুলোও স্বাস্থ্য ও শিক্ষাখাতে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন।
সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও প্যানেল মেয়র আফরোজা কালামসহ চসিকের কাউন্সিলরবৃন্দ ও বিভাগীয় সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।
চখ/এআর