chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নগরীর কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার(৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে মেরিনার্স রোডের এস আলম বাস ডিপোর সামনে থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল, কক্সবাজার উখিয়ার পাগলির বিল এলাকার মজিবুর রহমান চৌধুরীর ছেলে সোহেল (২৮), চট্টগ্রাম জোরারগঞ্জ থানার বারিয়ারহাট এলাকার আব্দুর রহমানের ছেলে শাহ আলম (২৩) ও একই এলাকার  মোঃ জসিম উদ্দিনের ছেলে আরিফ হোসেন মুন্না (২০)।

কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেরিনার্স রোডে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায় জড়িত স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গা এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম নগরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

চখ/এআর

এই বিভাগের আরও খবর