chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্কুলছাত্রীকে উত্যক্ত রিকশা চালকের কারাদণ্ড

চট্টগ্রামের: লোহাগাড়ায়  স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার  অভিযোগে এক রিকশাচালককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় জনগণ  যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করে।

দণ্ডিত রাজা মিয়া (২৪) কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী গ্রামের বাদশাহ মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ বলেন, ‘দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ওই যুবক তার হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করেন।’

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ওই যুবককে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর