chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী বেড়েছে, মৃত্যু ৭

সারাদেশে গেল ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত রোগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন দুই হাজার ২৯১ জন আক্রান্ত হলেও গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৬৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা সিটির ৮৯৯ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৪৬৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৪৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

তাছাড়া গেল ২৪ ঘন্টা সময়ে দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে এ ডেঙ্গুতে। এর মধ্যে ৫ জন ঢাকা সিটির, বাকি দুইজন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

বুধবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২১ হাজার ৫০০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১২ হাজার ৪৭৮ জন। মারা গেছেন ৫৭৬ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪২২ জন এবং ঢাকা সিটির বাইরের ১৫৪ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২১ হাজার ৫০০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ১২ হাজার ৪৭৮ জন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর