এবার চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ
চট্টগ্রাম নগরীর উওর আগ্রাবাদের রঙ্গীপাড়ায় নালায় পড়ে এবার ইয়াছিন আরাফাত নামের দেড় বছরের এক শিশু নিখোঁজ রয়েছে ।
রবিবার (২৭ আগস্ট) বিকালে রঙ্গীপাড়ায় কেএম টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। নিখোঁজ ইয়াছিন আরাফাত একই এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জালাল আহমেদ।
তিনি বলেন, ‘আমরা সাড়ে ৫টার দিকে নালায় পড়ে এক শিশু নিখোঁজের খবর পাই। সেখানে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ডুবুরি দল কাজ করছে। এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। উদ্ধারের চেষ্টা চলছে।’
চখ/এআর