ডেঙ্গুতে একদিনে রেকর্ড মৃত্যু চট্টগ্রামে
আগস্টে ভয়ংকর রূপে ফিরে এসেছে ডেঙ্গু।চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল প্রতিদিন দীর্ঘ হচ্ছে।ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ৩ জনের মৃত্যু হয়েছে।যা চট্টগ্রামে একদিনে রেকর্ড মৃত্যু। এ নিয়ে চলিত আগস্টে ৪৪ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (২০ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রুমানা আক্তার(২৪) নগরীর সদরঘাট এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত শনিবার (১৯ আগস্ট) তার মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম ২৫০ শয্য জেনারেল হাসপাতালে মারা যাওয়া যান রাজ লক্ষি র্শমা(৫৯)।তিনিও সদরঘাট এলাকার বাসিন্দা।
অন্যদিকে বেসরকারি হাসপাতাল এভারকেয়ার হাসপাতালে মারা যান নাসরিন আক্তার(৩৭)। তিনি মিরসরাইয়ের জোরালগঞ্জ এলাকার। গতকালই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে ১০৩ জন। এর আগে গতদিন আক্রান্তের সংখ্যা ছিল ৯১ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১০৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৩২ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭১ জন । এ বছর এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে ১৬ জন শিশু, ১৭ জন নারী ও ১১ জন পুরুষ।
এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬১১ জন। চলিত আগস্টেই মিলেছে ১ হাজার ৮৩৫ জন রোগী। গত জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ২ হাজার ৩১১ জন।
নগরীর সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ২৪৯ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৩৬২ জন।
এ মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় চলিত আগস্টেই মিলেছে ১ হাজার ১৯১ জন রোগী। গত মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছিল ১ হাজার ৬৮৮ জন।
এ ছাড়া এবছর ডেঙ্গুতে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসেই মারা গেছেন ২২ জন। মৃত্যু হওয়া বেশিরভাগ রোগী সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
গত বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ হাজার ৪৪৫ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৪১ জনের মৃত্যু হয়। করোনা মহামারি শুরুর আগে ২০১৯ সালে বিশ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।