chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ব্যাটে-বলে কানাডার টি-টোয়েন্টি মাতাচ্ছেন সাকিব

ব্যাটে বলে দারুণ এক সময় পার করছেন সাকিব আল হাসান। গ্লোবাল টি-টোয়েন্টিতে টাইগার অল-রাউন্ডারের দারুণ পারফরমেন্সে মন্ট্রিয়েল টাইগার্স ৭ উইকেটের জয় পেয়েছে। 

মন্ট্রিয়েলের হয়ে দ্বিতীয় ম্যাচে বল হাতে সাকিব নিয়েছেন এক উইকেট। ব্যাট করতে নেমে ২৪ বলে ৩৬ রানের ঝকঝকে এক ইনিংসও খেলেছেন।

বাংলার সুপার বয়ের এমন পারফরমেন্সের সুবাদে তার দল মন্ট্রিয়েলও জয় পেয়েছে। মিসিসাউগা প্যানথার্সকে ৭ উইকেটে হারায় তারা।

টস জিতে আগে প্যানথার্সকে ব্যাটিংয়ে পাঠায় টাইগার্স। ব্র্যাম্পটন স্টেডিয়ামে  ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান করে প্যানথার্স। সাকিবের অর্জন ২৮ রান দিয়ে এক উইকেট।

জবাব দিতে নেমে ২৫ বল হাতে রেখেই জয় পায় টাইগার্স। ৪৫ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ক্রিস লিন। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে সাকিবের ব্যাট থেকে।

এর আগে প্রথম ম্যাচে ব্যাট হাতে ২৬ রান ও বোলিংয়ে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন সাকিব। এদিকে রোববার খেলা ছিল লিটন দাসের দলেরও। কিন্তু বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সেই ম্যাচ।

এই বিভাগের আরও খবর