chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বের প্রথম বাঁহাতি বোলার হিসেবে যে রেকর্ড গড়লেন সাকিব

বাংলাদেশের ক্রিকেটের অনেক রেকর্ডই ইতোমধ্যে নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান। প্রতিনিয়তই নতুন রেকর্ড গড়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খরুচে বোলিং করলেও নতুন এক রেকর্ডে নিজের নাম লেখিয়েছেন সাকিব।

শনিবার (৮ জুলাই) সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এদিন আফগান ওপেনার গুরবাজকে ফিরিয়ে বিশ্বের নবম বোলার হিসেবে ঘরের মাঠে ৪০০ আন্তর্জাতিক উইকেট লাভ করেন সাকিব। একইসঙ্গে ঘরের মাঠে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ‘৪০০’ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ‘৪০০’ উইকেট নেওয়া ৯ বোলারের মধ্যে সেরা স্ট্রাইকরেটও সাকিবের।

SY

এই বিভাগের আরও খবর