chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরপুর টেস্ট: দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

মিরপুরের মাটিতে বোলারদের আধিপত্যে একদিনেই পড়লো ১৬ উইকেট! তবে শেষ বিকালে ব্যাট হাতে আবারও ঝড় তুললেন শান্ত-জাকিররা।

ওয়ানডে মেজাজে ব্যাটিংয়ে দুজনই ব্যক্তিগত পঞ্চাশ ছুঁয়েছেন। শান্তর ব্যাটে ভর করে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের খেলাও উইকেটে থেকে শেষ করলেন বাংলাদেশের ব্যাটাররা।

খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৩৪ রান। আর তাতে লিড বেড়ে দাঁড়িয়েছে ৩৭০ রানে।

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনেই ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৬২ রান করেছিল লিটন দাসের দল।

তবে দ্বিতীয় দিনে আজ প্রথম সেশনের মাত্র ৭ ওভার টিকতে পেরেছে বাংলাদেশ। স্কোরবোর্ডে মাত্র ২০ রান যোগ করতেই পাঁচ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকছিল আফগানিস্তান। টাইগার বোলারদের তোপে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ হয় ১৪৬ রান।

প্রথম ইনিংসে আফগানিস্তানকে ১৪৬ রানে অলআউট করে দেওয়ার ফলো-অন করানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ।

তবে তা না করিয়ে ফের ব্যাটিংয়ে নামে টাইগাররা। প্রথম ইনিংসে ২৩৬ রানে এগিয়ে থাকার শক্তিতে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই আগ্রাসী বাংলাদেশ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর