chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তার ছিঁড়ে রিকশাচালকের মৃত্যু: পরিবার পেল ৫ লাখ টাকার সহায়তা

নগরের বায়োজিদ রিকশার ওপর তার ছিঁড়ে পড়ে মৃত্যুবরণ করা রিকশাচালক মো. জাহেদ আলীকে (৩৫) পাঁচ লাখ টাকার স্থায়ী জামানত করে দেওয়া হয়েছে। সোমবার (৫মে) চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মাসুদ কামাল নিহত পরিবারের হাতে সোনালী ব্যাংকের স্থায়ী জামানতের কাগজপত্র হস্তান্তর করেন।

এসময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গেল ১৪ মে অক্সিজেন এলাকায় রিকশার ওপর তাঁর ছিঁড়ে পড়লে জাহেদ দদ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ওই রিকশালেক মারা যান। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মো. মাহাতাব আলীর ছেলে। রিকশা বসে থাকা অবস্থায় তার ছিঁড়ে পরা জাহেদের ছবিটি গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। একই সঙ্গে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরপর ভুক্তভোগীর পরিবারকে সহায়তার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিহত ব্যক্তির পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তার কথা জানান।

আরকে/

এই বিভাগের আরও খবর