chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে ৪৫ লাখ টাকার চোরাই বিটুমিন জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৫৩ টন চোরাই বিটুমিনসহ আলমগীর হোসেন (৩০) নামে একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) । জব্দ করা চোরাই বিটুমিনের আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা।

শুক্রবার (২ জুন) রাতে উপজেলার দক্ষিণ সোনাইছড়ি চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের একটি তেলের ডিপোর ভেতর থেকে তাকে আটক করা হয়।

আলমগীরের বাড়ি খাগড়াছড়ির রামগড় থানার উত্তর লাম্পুপাড়া এলাকায়। তার বাবার নাম জসীম উদ্দিন।

র‍্যাব জানায়, আলমগীর সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার গাড়ি থেকে চুরি করে বিটুমিন মজুত করেন। এছাড়া কমদামে অবৈধভাবে এসব বিটুমিন কিনে বেশি দামে বিক্রি করেন তিনি। শুক্রবার এক অভিযানে তাকে আটক করা হয়। এসময় দুটি ট্রাক থেকে মোট ৫৩ টন চোরাই বিটুমিন জব্দ করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর